থানচিতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা অর্থদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে মেসার্স এসবিএম ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে দিয়ে, পানি মেরে চুল্লি নষ্ট করা হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মগকসে ঝিড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। এতে ঝিড়ির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top