থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য এশিয়ার সেরা প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যেই বিস্তৃত প্রস্তুতি পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেই পরিকল্পনার অংশ হিসেবে অক্টোবরের নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ অক্টোবর।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ ফেডারেশন ভবনে সাংবাদিকদের জানান, থাইল্যান্ড সফর নিশ্চিত হয়েছে এবং নভেম্বর উইন্ডোতেও দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এ জন্য ভিয়েতনামসহ কয়েকটি দেশের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে।

অক্টোবরের ম্যাচ শেষে বাংলাদেশ দল যাবে জাপানে। সেখানে প্রায় তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প হবে। যদিও জাপানে কোনো প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা নেই, তবে শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য এ ক্যাম্পকে গুরুত্বপূর্ণ মনে করছেন কিরণ। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে। এই অনুশীলন ও প্রীতি ম্যাচের পরিকল্পনায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দেরও রাখা হবে।

বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‍্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে। সর্বশেষ র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দল হিসেবে ফিফার বিশেষ আলোচনায়ও এসেছে তারা। তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এখনও ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানান কিরণ। তার ভাষায়, অনেক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকেই আলোচনা এগিয়ে নিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

এশিয়ান কাপের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে কোচ পিটার আসতে দেরি করায় ক্যাম্প কিছুটা পিছিয়েছে। এখন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। ক্যাম্পের ভেন্যু হতে পারে বসুন্ধরা কিংসের মাঠ বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাজেট নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন কিরণ, কারণ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

অন্যদিকে দেশের নারী ফুটবল লিগ শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। ইতোমধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কিরণ আরও জানিয়েছেন, একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নারী দল গঠনে আগ্রহ প্রকাশ করেছে, সেটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে এতসব পরিকল্পনার মাঝেও একটি বড় ঘাটতি রয়ে গেছে। প্রায় দশ মাস হতে চলল বর্তমান বাফুফে কমিটি দায়িত্ব নেওয়ার পরও এখনো নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ফলে পুরো দায়িত্ব সামলাচ্ছেন একাই মাহফুজা আক্তার কিরণ। গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সামনে নিয়মিত ব্রিফিং দিলেও, সবাই অপেক্ষায় আছেন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top