চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্থ প্রায় ১৪০০ গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। চলতি বছর মে মাস থেকে যখন ইসরায়েলি সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্ব নেয়, তখন থেকে ত্রাণপ্রার্থীদের ওপর গুলি ছুড়তে শুরু করে আইডিএফ।
আজ শুক্রবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটি বলেছে, গত ২৭ মে থেকে খাবারের খোঁজে গিয়ে ১ হাজার ৩৭৩ ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। যারমধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রের মধ্যে।
অপরদিকে ত্রাণকেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন ৫১৪ জন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত করেছে ইসরায়েলি সেনারা।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) জানায়, ইসরায়েলের ‘কৌশলগত বিরতি’ শুরুর চারদিন পরও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আইডিএফ। প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ ২২ মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে থাকা গাজার ২০ লাখেরও বেশি মানুষ এখন চরম দুর্ভিক্ষের মুখে।
চাটগাঁ নিউজ/জেএইচ