নিজস্ব প্রতিবেদক: বাজারে সয়াবিন তেলের সংকট সমাধান ও মূল্য কমাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে প্রশাসন। হঠাৎ করে বাজারে তেল ব্ল্যাকআউট হয়ে যাওয়া ও চিনির মূল্য বাড়ায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ সমস্যা সমাধান ও করণীয় নির্ধারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে। মঙ্গলবার (৪ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে আজ সোমবার (৩ মার্চ) চসিক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকা পরিদর্শন ও বাজার মনিটরিং করা হয়। এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ বৈঠকের কথা উল্লেখ করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ভোজ্যতেল সহনীয় রাখতে যা যা করণীয় সব করতে আমরা প্রস্তুত। বিদেশে রমজান উপলক্ষে পণ্যদ্রব্যে ছাড় দেয়ার উৎসব চলে। কিন্তু আমাদের দেশে এর ব্যতিক্রম। আমাদের দেশে ব্যবসায়ীরা পণ্য মজুত করে দাম বাড়িয়ে সারা বছরের আয় একমাসে করার চিন্তায় থাকেন। পবিত্র রমজান মাস সিয়ামের মাস, সওগাতের মাস- এটাও তাদের মাথায় থাকেনা। আল্লাহর ভয়ও কারো নেই। জনদুর্ভোগ কমাতে তেলের বাজার নিয়ন্ত্রণে আগামীকাল আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসব। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, রমজানে পুরো চট্টগ্রাম জুড়ে ২১ সার্কেলের মাধ্যমে প্রায় ৪০০ অভিযান চালানো হবে। নগরীতে ৬টি সার্কেল ও উপজেলায় ১৫টি সার্কেলের মাধ্যমে এ অভিযান চালানো হবে। হঠাৎ করে তেল বাজার থেকে ব্ল্যাকআউট হয়ে গেছে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। নগরে সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
চসিক-জেলা প্রশাসনের যৌথ অভিযানে দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ৩টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলে জানান।
চাটগাঁ নিউজ /ইউডি/জেএইচ