পড়া হয়েছে: ৫৮
সিপ্লাস ডেস্ক: তুরস্কে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে ইয়োজগাট প্রদেশের সোরগুন জেলায় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে বিচারমন্ত্রী ইলমাজ তুনয দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য শোক প্রকাশ করেছেন এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সূচনা নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়াও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সমস্ত চালককে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সূত্র : ডেইলি সাবাহ, হুরিয়েত ডেইলি নিউজ