চাটগাঁ নিউজ ডেস্ক: এরদোগানকে ‘নাৎসি’ বলে মন্তব্য করে তুরস্ককে বয়কটের আহ্বান জানালেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির।
সোমবার (১৫ জানুয়ারি) তুরস্কে অপ্রীতিকর আচরণের কারণে ইসরাইলের একজন ফুটবলারকে গ্রেফতারের ফলে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এ মন্ত্রী বয়কটের আহ্বান জানান।
তুর্কিকে বয়কটের আহ্বান জানিয়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এক বার্তায় বলেন, এরদোগান পরিপূর্ণভাবে একজন নাৎসি। আমি ইসরাইলিদের তুরস্কে ভ্রমণে না যাওয়ার আহ্বান জানাই। সেই সঙ্গে তুর্কি পণ্য বয়কট করুন। তাদেরকে আর্থিকভাবে সহায়তা বন্ধ করুন।
তিনি আরো বলেন, ইসরাইল ও তার নাগরিকদের তুরস্কের প্রতি নম্রতা দেখানো উচিত নয়। আমরা মাথা নত করব না।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে আসছে তুরস্ক। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কসাই’ বলে অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা ‘গণহত্যা মামলার’ পক্ষে সকল তথ্য প্রমাণ খুঁজতে সহায়তা করবে তুরস্ক বলেও জানিয়েছেন এরদোগান।
সূত্র: দি টাইমস অব ইসরাইল
চাটগাঁ নিউজ/এমএসআই