তীব্র গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৭ দিন

চাটগাঁ নিউজ ডেস্কঃ তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ গ্রীষ্মের এই তাপদাহে নাজেহাল। চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাউশি।

শনিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ঘোষণাটি করা হয়। আগামীকাল রবিবারের পরিবর্তে আগামী ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top