চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর স্কুলছাত্রী অর্পা সুশীলের (১৪) মরদেহ অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিন জন গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযানে নামলেও নিখোঁজ স্কুলছাত্রী অর্পার কোনো হদীস এতদিন পাওয়া যাচ্ছিল না। পরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাতামুহুরী নদীর মিশন ঘাট এলাকায় নিখোঁজ অর্পা সুশীলের মরদেহ ভেসে ওঠে।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ বলেন, খবর পেয়ে স্থানীয় জনসাধারণসহ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ