তিনতলা ভাঙ্গার পর ভবনটি নিয়ে এবার সিডিএ’র ‘তদন্ত কমিটি’

‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স’ ভবন

নিজস্ব প্রতিবেদক : আসকারদিঘীর পাড়ের পাহাড় কেটে নির্মিতব্য সেই ভবনটির তিনতলা ভেঙ্গে দেয়ার পর এবার করণীয় নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আট সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১৫ মে’র মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সিডিএ সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের স্টে অর্ডার খারিজের পর গত ২১ এপ্রিল সিডিএ কর্তৃপক্ষ ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদে ভবনের তিনতলা ভেঙ্গে দেয়া হয়। এরপর ভবনটির নকশা স্থগিত করা হয়। নকশা স্থগিতের সিডিএ চিন্তা করছে ভবনের পুরো নকশাটিই স্থগিত করবে কিনা? আবার যেহেতু সিডিএ এ ভবনের নকশা অনুমোদন দিয়েছিল; তাই এমন পরিস্থিতিতে সিডিএ’র করণীয় কি?- সম্যক বিষয়ে তদন্ত শুরু করেছে গঠিত এ কমিটি।

এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য সচিব ও সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, নির্মিতব্য ভবনটি কতটুকু শর্ত ভঙ্গ করেছে, পরিবেশের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কমিটি এসব খতিয়ে দেখবে। সবকিছু তদন্তের পর ইতিবাচক কি সিদ্ধান্ত নেয়া যায় তা নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে।

ডেভেলপার প্রতিষ্ঠান স্বপ্নীল ফ্যামিলি ওনার্সের নামে ৯২টি পরিবারের জন্য তিনটি আলাদা ভবন নির্মাণ করা হচ্ছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেজমেন্ট ও ১৪ তলা (পাহাড়ে বেজমেন্ট হয় না; বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর, ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা) ভবনের অনুমোদন পায় নির্মাণকারী প্রতিষ্ঠান। তবে অনুমোদনে পাহাড় না কাটাসহ ৮৬টি শর্ত দিয়েছিল সিডিএ। কিন্তু শর্ত না মেনে নির্মাণ কাজ চলমান রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি। এ নিয়ে সিডিএ’র পক্ষ থেকে ভবন কর্তৃপক্ষকে কয়েকবার নোটিশও দেয়া হয়। তবে ভবন কর্তৃপক্ষ সিডিএর নোটিশের উপর আদালতের স্টে অর্ডার এনে নির্মাণকাজ অব্যাহত রাখে।

গত ২০ এপ্রিল উচ্চ আদালত স্টে অর্ডার খারিজ করে দেয়। এর প্রেক্ষিতে পরদিন ২১ এপ্রিল সিডিএ নির্মিতব্য ভবনটিতে উচ্ছেদ অভিযান শুরু করে।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top