চাটগাঁ নিউজ ডেস্ক: তারেক রহমান এখনও ভোটার হননি। তবে তিনি আবেদন করলে এবং কমিশন সিদ্ধান্ত দিলে আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী—দুটোই হতে পারবেন বলে জানা গেছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
সাংবাদিকেরা জানতে চান— তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।
কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।
যা আছে সেই আইনে
ভোটার তালিকা নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) বিশেষ ক্ষমতা রাখে যে কোনো সময় ভোটার তালিকায় নাম যোগ, বাদ বা সংশোধনের আদেশ দেওয়ার। আইনের ৫ নম্বর ধারায় বলা হয়েছে— কমিশন চাইলে ভোটার হওয়ার যোগ্য কোনো ব্যক্তির নাম যেকোনো সময় তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। একইভাবে মৃত ব্যক্তি বা অযোগ্য হয়ে পড়া কারও নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধন করার ক্ষমতাও রয়েছে ইসির।
এই ধারার ‘অন্তর্ভুক্তির ক্ষমতা’ থেকেই সচিবের ব্যাখ্যা— আবেদন করলে এবং কমিশন সিদ্ধান্ত নিলে তারেক রহমানকে ভোটার তালিকায় যুক্ত করা সম্ভব, আর ভোটার হলে তিনি নির্বাচনে প্রার্থীও হতে পারবেন।
চাটগাঁ নিউজ/জেএইচ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে







