চাটগাঁ নিউজ ডেস্ক: কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও কড়া নজরদারির মধ্যেও চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাউন্ড সিস্টেমের মালিক রোববার সকালে থানায় লিখিত অভিযোগও দিয়েছে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয় এবং অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে সিএমপি। তবুও এত কড়াকড়ির মধ্যেই ঘটেছে নজিরবিহীন এই চুরির ঘটনা।
চুরির বিষয়ে আজ রবিবার সকালে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক।
তিনি বলেন, ‘সমাবেশে আমরা প্রায় ২০০ মাইক লাগিয়েছিলাম। গতরাত ১০টা থেকে ১১টার মধ্যে একবার লাইন চেক করে আমরা চলে যাই। মাইকের নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন।’
আবদুর রাজ্জাক বলেন, ‘সকালে পুনরায় মাইক চেক দেওয়ার সময় ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি সামনে আসে। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫–১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন চাটগাঁ নিউজকে বলেন, সকালে মাইক চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যেহেতু আশেপাশে প্রচুর সিসিটিভি ছিল আশা করছি চোরদের সনাক্ত করতে বেগ পেতে হবে না।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেন তারেক রহমান। রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে ওঠেন। এর আগে শনিবার রাত ৮টার দিকে তিনি চট্টগ্রামে আসেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং শনিবার রাত থেকেই নগরের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





