তামিম ঝড়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলল বরিশাল

ক্রীড়া ডেস্ক: কোনো সাইক্লোন বা কাল বৈশাখী ঝড় নয়, তামিম ঝড়েই জয়ের বন্দরে নোঙ্গর করল হঠাং দিক হারানো ফরচুন বরিশাল। বিপিএলের দশম ম্যাচে তামিম ইকবালের অন্যবদ্য ব্যাটিংয়ে দুর্বার রাজশাহীকে ৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। আসরে তিন ম্যাচে বরিশালের এটি দ্বিতীয় জয়।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে দল দুইটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা রাজশাহী নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার প্রিতম কুমারকে হারায় বরিশাল। তবে এরপর কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে দলীয় সংগ্রহ বাড়ান তামিম। মেয়ার্স ১১ বলে ২৪ ও হৃদয় ১৩ রানে আউট হন। তবে হাল ছাড়েননি দলনেতা তামিম। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রান করেন। এছাড়া ২৪ বলে ৩৪ রান করেন মুশফিকুর রহিম।

টস জিতে রাজশাহীকে এর আগে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেনি। তবে ধারাবাহিকভাবে সবাই কিছু রান যোগ করেছেন। সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করেন অধিনায়ক আনামুল হক বিজয়। ওপেনার জিশান আলম করেন ২৭ বলে ৩৮ রান। আর ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৭ রান।

বরিশাল বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট লাভ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top