ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। শুক্রবার (২৭ ডিসেম্বর) এই পেসারকে দলে ভেড়ানো কথা জানিয়েছেন দলটির কর্ণধার মিজানুর রহমান। তিনি জানান, তামিম ইকবালের ফোনেই বিপিএলে খেলতে রাজি হয়েছেন তিনি।
মিজানুর বলেন, ‘আজকেই শাহীন আফ্রিদি চলে আসছেন। কালকে তাকে মিরপুরে দেখতে পারবেন। আমাদের ১১টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন রয়েছে। আমরা তাকে কল করেছি এবং সে খেলার জন্য রাজি হয়েছে। তামিম নিজেই কথা বলেছে। সেই তাকে সাইন করিয়েছে।’
তবে আফ্রিদিকে অবশ্য পুরো বিপিএলের জন্য পাচ্ছে না বরিশাল। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পিসিবি। তবে ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়ারকে পুরো বিপিএলে খেলার জন্য এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, বিপিএলে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকে। তবে এবার বরিশাল দলে আছেন ৫জন পাকিস্তানি ক্রিকেটার। আলী মোহাম্মদ ও খান জাহানদাদও খেলবেন দলটির হয়ে। তাদের প্রায় সবার একই সঙ্গে বরিশাল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ