চাটগাঁ নিউজ ডেস্ক: তাইওয়ানের তারোকো জাতীয় উদ্যানের হোটেলের দিকে যাওয়ার সময় চারটি মিনিবাসের ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়ালিয়েনের উত্তরে চারটি বাসে ৫০ জন যাত্রী ছিলেন। হোটেলে যাওয়ার সময় তারা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। সকালে ভূমিকম্প হওয়ার পর থেকে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। আহত হয়েছেন ৮৮২ জন। উদ্ধার কার্যক্রম চলছে। এদিকে, শহরের কাছাকাছি সুড়ঙ্গে আটকে পড়া দুই জার্মান নাগরিকসহ সাধারণ মানুষদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা।
তাইওয়ানের নব নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষকে উদ্ধার করা।
চাটগাঁ নিউজ/এমআর