নিজস্ব প্রতিবেদক : তরুণীকে ধর্ষণের দায়ে খোকন উদ্দিন (২৩) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন। একই রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মো. খোকন উদ্দীন চট্টগ্রামের ভুজপুর থানাধীন নতুন আদর্শ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ মে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করার সময় তরুণীকে প্রতিবেশি মো. খোকন উদ্দীন কৌশলে তার বাসায় ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ১৪ মে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণীর বাবা। এতে প্রতিবেশী মো. খোকন উদ্দিনকে একমাত্র আসামি করা হয়।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন নাহার জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ