তফসিল ঘোষণার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

সিপ্লাস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনাইটেড ল’ইয়ারস ফোরাম ঢাকা বার ইউনিটের আইনজীবী নেতারা। বিক্ষোভ মিছিল থেকে তারা সরকার পতনের একদফা দাবিতে চলমান অবরোধের সমর্থন জানান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর তা ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা মহানগর দায়রা জজ আদালত হয়ে সিএমএম আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবীরা বলেন, সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারই অংশ হিসেবে জনদাবি উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনের তফসিল জারি করেছে। এ সরকার ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- তাতে শুধু দেশের জনগণই নয়, বিদেশিরাও একমত। এদেশে আর কোনো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দায়রা জজের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা মহসিন মিয়া। বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি লতিফ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মকবুল হোসেন ফকির, খোরশেদ আলমসহ কয়েক শতাধিক আইনজীবী অংশ নেন।

Scroll to Top