পড়া হয়েছে: ৭৯
চাটগাঁ নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব বেগম মাহবুবা ফারজানাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় উল্লেখিত কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে উল্লেখিত পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ নিয়োগ দ্রুত কার্যকর হবে বলেও বলা হয় প্রজ্ঞাপনে।
তিনি বিধি মোতাবেক বেতন-ভাতা ও সরকারী সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
চাটগাঁ নিউজ/জেএইচ