‘তত্ত্বাবধায়ক সরকার’ বিষয়ে সিদ্ধান্ত জানাল কমিশন

চাটগাঁ নিউজ ডেস্ক : ‘তত্ত্বাবধায়ক সরকার’ পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস তত্ত্বাবধায়কে একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, র‌্যাঙ্কিং পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধীদল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।

তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।

বিএনপিসহ অন্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করতে চায়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top