নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের উপর হামলা, হত্যা, থানা আক্রমণ, অস্ত্র লুটসহ নানা প্রতিকূলতায় পুলিশের আতঙ্ক এখনো কাটেনি। পুলিশি কাজকর্ম এখনো চলছে ঢিমেতালে। দিন বদলের হাওয়া পালে লাগলেও নিজেদের নামের সদ্ব্যবহার এখনো ঠিকভাবে করতে পারছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি। আর এ সুযোগ নিচ্ছে অপরাধীরা। আশঙ্কাজনক হারে বেড়ে চলছে অপরাধ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খাতাতেই গত ছয় মাসে নগরে ১১৮টি খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতির অসংখ্য ঘটনা ঘটেছে।
সিএমপি পুলিশের তথ্য পরিসংখ্যানে জানা গেছে, গত বছর আগষ্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে নগরে অপরাধ সংঘটিত হয়েছিল ৮৪টি। আর চলতি বছর একই সময়ে মহানগরে ১১৮টি খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে ছিনতাই, ডাকাতির ঘটনা কম। খুন ও অপহরণের ঘটনা তুলনামূলক বেশি।
এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসীর অভিযোগ, আগে পুলিশ ফাঁড়িগুলো অত্যন্ত সক্রিয় ছিল। থানার কার্যক্রম জোরালো ছিল। থানার আওতাধীন এলাকায় পুলিশি টহল জোরদার ছিল। বিভিন্ন এলাকায় স্থাপিত সিসিটিভিগুলো সক্রিয় ছিল। যেকোন ঘটনার ফুটেজ ধারণ হতো সিসিটিভিতে। যেকোন অপরাধের ভিডিও চিত্র রেকর্ড থাকায় অপরাধী সনাক্ত করা সহজ ছিল। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক বেশি নিয়ন্ত্রিত ছিল।
এ ব্যাপারে সিএমপির উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম চাটগাঁ নিউজকে বলেন, বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পর্যন্ত যেসব অপরাধ সংঘটিত হয়েছে পুলিশের কাছে মামলা হয়েছে, প্রত্যেকটি মামলার আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদেরকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ