চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
আজ বুধবার (২১ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার একটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন—ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে পাওয়া যাবে। সেই প্রশ্নের স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামীকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনীতির যে প্রত্যাশা তিনি সামনে দেখতে চান, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই তার নির্বাচনী ক্যাম্পেইন পরিচালিত হবে। শেষে তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






