স্পোর্টস ডেস্ক: আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে তার সতীর্থ এবাদত হোসেন চৌধুরীকে।
আজ শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ দেখান এবাদত ও হৃদয়। পরে আনুষ্ঠানিক শুনানির মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়ার কথা জানান ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল।
জানা গেছে, হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদিও পরে জরিমানার অর্থ মওকুফ করা হয়েছে। আর এবাদতকে ৪০ হাজার টাকা জরিমানা ও এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে এবাদতের বলে ব্যাট লাগাতে ব্যর্থ হন মোহাম্মদ মিঠুন। আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার তানভির আহমেদ। পরে ব্যাপক ক্ষোভ দেখান এই পেসার। সেসময় এগিয়ে আসেন দেশসেরা আম্পায়ার শরফৌদ্দুল্লা ইবনে শহীদ সৈকতও। তিনি পুনরায় খেলা শুরুর ইঙ্গিত দেওয়ার পর রেগে উঠতে দেখা যায় হৃদয়কে।
আঙুল উঁচিয়ে সৈকতকে কিছু একটা বলতে দেখা যায় হৃদয়কে। তখন তাকে সরিয়ে নেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারকে সরিয়ে নেন মুশফিকুর রহিম। আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখা যায় হৃদয়কে শান্ত করতে। এরপর আরও কয়েকটি উত্তেজনাকর ঘটনা ঘটে।
চাটগাঁ নিউজ/এমকেএন