পড়া হয়েছে: 5
চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা থাকার হুমকির পর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর।
আজ শুক্রবার (১১ জুলাই) রাতে এ তথ্য জানান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম।
তিনি বলেন, তল্লাশি করে ফ্লাইটটি বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ভুয়া কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।
এর আগে এ বি এম রওশন কবীর সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন