ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

চাটগাঁ নিউজ ডেস্ক:  দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। এ কারণে ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদকে বলেন, আবহাওয়ার মডেল অনুযায়ী আগামী তিন দিনে দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে বাতাসের আর্দ্রতাও বৃদ্ধি পাবে। ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা সতর্কতা জরি করেছি যাতে যারা ঘরের বাইরে বের হবেন তারা প্রস্তুতি নিয়ে বের হন। অতিরিক্ত তাপমাত্রায় নিজেকে নিরাপদ রাখার জন্য যারা মাঠে কাজ করেন, গণপরিবহনে চলাচল করেন, তারা যেন বাড়তি প্রস্তুতি নিয়ে বের হন।’

ঈদের ছুটিতে এবারে বৃষ্টির দেখা না মেলারই সম্ভাবনা বেশি জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ‘৭-৮ তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কিন্তু এর পরে আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার মডেল বিশ্লেষণ করলে দেখা যায় ১৩-১৪ তারিখের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। এর আগে বৃষ্টির দেখা না মেলারই সম্ভাবনা বেশি। ঈদুল-ফিতরের ছুটিতে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রা তীব্র থাকার সম্ভাবনা রয়েছে।’

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top