বিনোদন ডেস্ক : ঢাকায় পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর কনসার্টের দিন তারিখ ঠিক হয়েছিল আরো মাসখানেক আগে। বাংলাদেশে আসার অপেক্ষা করছিলেন ওপার বাংলার এ শিল্পী। কিন্তু কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া নজিরবিহীন সহিংসতার পর পরিস্থিতি শান্ত হলেও শুক্রবারের সেই কনসার্টটি বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নচিকেতা চক্রবর্তীর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতেও বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে গায়কের কনসার্টটি অবশেষে বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।
প্রায় এক মাস আগে এ কনসার্টের তারিখ চূড়ান্ত করা হয়। ২৬ জুলাই ঢাকায় গান গাওয়ার জন্য প্রস্তুত ছিলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা। কোটা আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় নচিকেতাকে কনসার্ট বাতিল করতে বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়। তারপরও ঢাকায় কনসার্টে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন এই গায়ক। শেষ পর্যন্ত এ কনসার্ট বাতিল করা হয়েছে।
এ বিষয়ে সামাজিকমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। সেখানে জানানো হয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।
নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।
চাটগাঁ নিউজ/এআইকে