রাঙ্গুনিয়া প্রতিনিধি: ঢাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রাহাত পারভেজ ওরপে রমজান (৩০)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের দীঘির পাড় ওয়াদুর পাড়া এলাকার মোহাম্মদ আলীর বড় ছেলে।
রোববার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতের খালাতো ভাই শাহেদুল ইসলাম ইফাক জানান, রমজান ঢাকা বিমানবন্দর এলাকায় একটি গ্লাসের দোকান করতেন। গত ২৯ জুলাই গ্লাস সাপ্লাই দিতে গিয়েছিল সে। এদিন বিকাল ৪টার দিকে সড়ক পার হতে গিয়ে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়। এরপর ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ এভাবে চারটি হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার সময় হুমাম কাদের চৌধুরী বেশ সহায়তা করেন। ১২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার ভোররাত চারটার দিকে তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও জানান, নিহত রমজান আলী গত এক বছর আগে সরফভাটা সিকদারপাড়া এলাকা থেকে বিয়ে করেছিলো। গত ১৫/২০ দিন আগে তার একটি কন্যাসন্তান জন্ম নিলে তিনি মেয়ের জন্য নাম রাখাসহ আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় ফিরে এই দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান ছাড়াও মা-বাবা, এক ছোট ভাই ও এক ছোট বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ জোহরের নামাজের পর তার নিজ গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে দাফন করা হবে বলে জানান তিনি।
নিহতের চাচাতো ভাই মাওলানা আতিক বিন ওসমান জানান, গত ঈদেও বেড়াতে গিয়ে কোদালা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। সেই যাত্রায় বেঁচে ফিরলেও এবারের দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার প্রাণ। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন