পড়া হয়েছে: 22
চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকার গুলশান এলাকায় সড়ক দুর্ঘটনায় দীপংকর দে (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৫ টায় ঢাকা গুলশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল চৌধুরী ও ইউপি সদস্য মোঃ শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীপংকর দে ২ নাম্বার সাধনপুর ইউনিয়নের উত্তর সাধনপুর ৬ নাম্বার ওয়ার্ড এলাকার দুলাল দে এর ছেলে।
তিনি ঢাকা গুলশান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সেই থানায় রাতে দায়িত্ব পালন শেষে গুলশান থানা এলাকায় চা নাস্তা খেয়ে মোটরসাইকে চালিয়ে থানার দিকে ফিরছিলেন। হঠাৎ সামনে আসতে পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার লাশ বাঁশখালী আনার প্রস্তুতি চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন