চাটগাঁ নিউজ ডেস্ক: নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ঢাকায় কর্মসূচীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জিমনেসিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম সদস্য সবুজ তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী উজাই মারমা। সমাবেশ সঞ্চালনা করেন বিএমএসসি কেন্দ্রীয় কমিটি সদস্য ক্যাসিংনু মারমা।
এসময় বক্তারা বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে হামলায় ১৭ জন বেশি শিক্ষার্থী আহত হন। এর দায় অন্তবর্তীকালীন সরকার কোনভাবে এড়াতে পারে না।
বক্তারা আরো বলেন, বিগত সরকারের সময়ের মতো এই সরকার পাহাড়ের মানুষের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। এসময় জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
একইসাথে অবিলম্বে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্যপুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবিও জানান তারা।
চাটগাঁ নিউজ/জেএইচ