চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেনের সময় ১৮ জুলাই সাতকানিয়ার কেরাণীহাট হক টাওয়ারের সামনে নিরস্ত্র ছাত্র জনতার মিছিলে হামলার মামলায় ঢাকা থেকে সাতকানিয়া আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি ঢাকা কোতোয়ালী থানা পুলিশ।
৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় ডিএমপি ঢাকা কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই মামলার ৭২নং এজাহার নামীয় আসামী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী ছদাহ ৫ নং ওয়ার্ডের ছৈয়দাবাদ, ওবায়দুল হাকিম মুন্সি বাড়ির মৃত রফিকুল ইসলামের পুত্র।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তসলিমের করা একটি মামলায় এজাহার নামীয় আসামী মোহাম্মদ সালাউদ্দিনকে ৩০ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সাতকানিয়া উপজেলাধীন ১০নং কেওচিয়া ইউনিয়নস্থ কেরাণীহাট হক টাওয়ারের সামনে নিরস্ত্র ছাত্র জনতার সুষ্ঠু ও শান্তিপূর্ণ মিছিলে দেশীয় ও বিদেশি অস্ত্রসস্ত্র,লোহার রড়, তরবারি ও ককটেল নিক্ষেপ করে হামলা করে আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী। এই ঘটনায় জনার কেওচিয়া মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মো: তসলিম (৫০) বাদী হয়ে ২৮ আগস্ট ৮১ জনের নাম উল্লেখ করে ও ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/ইউডি