পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খান ঢাকায় আসছেন—এমন একটি খবর ছড়িয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর বরাতে প্রকাশিত এসব সংবাদে দাবি করা হয়েছে, চলতি বছরই রাজধানী ঢাকায় আসছেন ‘বলিউড বাদশাহ’।
২০১০ সালে অন্তর শোবিজের মাধ্যমে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। ১৪ বছর পর আবারও তাঁর ঢাকা আসা নিয়ে আলোচনার মধ্যে স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছে। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেননি স্বপন চৌধুরী।
জানা গেছে, শাহরুখ খানের ঢাকায় আসার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এখনো তাঁর শিডিউল নেওয়া হয়নি। ফলে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে শাহরুখ ঢাকায় আসছেন কি না, তা জানতে অপেক্ষায় থাকতে হবে।
চাটগাঁ নিউজ/এসএ