ড. ইউনূস এখনও আ.লীগকে ভয় পান: কর্নেল অলি

চাটগাঁ নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখনও আওয়ামী প্রশাসনকে পরিবর্তন করতে পারেননি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার (১৫ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের পটিয়া রাহাত আলী উচ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সমাবশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবশে স্থানীয় জামায়াতের নেতারাও বক্তব্য দেন।

আওয়ামী লীগের দোসররা ভারতে আশ্রয় নিয়েছে উল্লেখ করে অলি বলেন, প্রধান উপদষ্টা ড. ইউনূস আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনো পরিবর্তন করতে পারেননি। দুর্নীতিবাজ লুটেরা কর্মকর্তাদের পিটিয়ে গণধোলাই দিয়ে প্রশাসন থেকে তাড়াতে হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার অত্মীয়স্বজনসহ আওয়ামী লীগের লোকজন ভারত পালিয়ে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা মুসলমান নয় এবং এ দেশের নাগরিকও নয়। ভবিষ্যতে তাদের এদেশে আর আসতে দেওয়া হবে না।’

বৈষম্যবিরাধী ছাত্র আদালনের নেতাদের উদ্দেশে ড. অলি বলেন, ‘ক্ষমতার লোভ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করলে একদিন ক্ষমতা নিজের হাত এসে ধরা দিবে।’ এ সময় তিনি আওয়ামী লীগের লোকজন যাতে দলের ভেতর ঢুকে না যায়; সেদিকে খেয়াল রাখার জন্য নেতাদের আহ্বান জানান।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top