ড. ইউনূসের সাজায় আপিল করবেন আইনজীবী

চাটগাঁ নিউজ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছি। রায়ে ন্যায়বিচার খণ্ডিত হয়েছে। তাই আমরা আপিল করবো।

আদালতের রায়ে বলা হয়েছে, গ্রামীণ টেলিকমের শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ জমা না দেওয়াসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হয়েছে।

রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “রায়ে বাদী বলেছেন এ ধরনের কোনো দাবি মামলার আর্জিতে করা হয়নি। অথচ ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এতে ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন তিনি।”

তিনি বলেন, “রায়ে ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তার আইনগত সময় ৬০ দিন। অথচ তাকে ৩০ দিনের জামিন দিয়েছেন বিচারক। এসময়ের মধ্যে আপিল করতে বলা হয়েছে, যা আইনে নেই।”

তিনি জানান, জানুয়ারির শেষেই তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করবেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top