পড়া হয়েছে: ২৮
চাটগাঁ নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে ছাত্রদের ১৩ সদস্যের একটি দলের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজীমউদ্দীন উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এআইকে