ড্রেনে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ড্রেনে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীত পা ফসকে ড্রেনে পড়ে নুরুল আবছার (২৩) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবছার তিতা মাঝির পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

বুধবার (১৯ ফেব্রয়ারি) সকাল ১১টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ড্রেনে পেড়ে গেলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে ড্রেন থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top