ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চার দিন ধরে অসুস্থ থাকার পর ডাক্তারি পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার পর মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্বামীর অসুস্থতার খবরটি জানান। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহমুদউল্লাহর একটি ছবি প্রকাশ করেন।

সেই পোস্টের ক্যাপশনে জান্নাতুল কাওসার লেখেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

জানা গেছে, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জ্বর নিয়ে ৩-৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।’

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদ গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top