ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮০

চাটগাঁ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৮ জন রোগী।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৫০ ও নারী ৩০ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top