চাটগাঁ নিউজ ডেস্ক: এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. রফিক (৬৫) ও সুমন ত্রিপুরা (৩০)। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে মো. রফিক গত ২৩ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ২৯ অক্টোবর তিনি মারা যান। এছাড়া ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৯ অক্টোবর একই হাসপাতালে ভর্তি হন সুমন ত্রিপুরা। তিনিও একই দিন মারা যান।
এর আগে গত ২৯ অক্টোবর ডেঙ্গু প্রতিবেদনে দুই জনের মৃত্যুর তথ্য দেয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২৫ জন। আর চলতি অক্টোবর মাসে মারা গেছে ৯ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন। চলতি অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ জন। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
চাটগাঁ নিউজ/জেএইচ