পড়া হয়েছে: 49
চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৬২ জন, ঢাকা বিভাগে ১৪৭ জন,
বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে দুজন এবং সিলেট বিভাগে ১০ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন






