ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদে জু’মা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন রুদুরা গ্রামের লন্ডন প্রবাসী সাখাওয়াত হোসেন মহসিন। এসময় দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থা কমিটি জানায়, মসজিদের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়ে এক কোটি ৫৩ লাখ টাকা। নতুন নকশায় আনোয়ারার ঐতিহ্যবাহী এই মসজিদকে দৃষ্টিনন্দন এবং আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। নির্মাণ শেষ হলে মসজিদে একসাথে পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সেই লক্ষ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে। দেশের ও দেশের বাইরের ধর্মপ্রাণ ব্যক্তিদের থেকে ফান্ড সংগ্রহের মাধ্যমে এই আইকনিক মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

মসজিদের নকশা, বাজেট ও প্রকল্প বাস্তবায়নের যাবতীয় তথ্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. আবদুল কাইয়ূম।

মসজিদ কমিটির সভাপতি নজির হোসেন মেম্বারের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মো. আখতার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, সাংবাদিক সরোজ আহমেদ, বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।

মসজিদের নকশা দৃষ্টিনন্দন হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, ডুমুরিয়া-রুদুরা মানুষের মন অনেক বড়, আশা করি সকলের সহযোগিতায় শাহী জামে মসজিদকে আইকনিক মসজিদে রূপান্তরিত করতে কষ্ট হবে না। সবার পক্ষ থেকে মসজিদ নির্মাণে যতটুকু সহায়তা প্রয়োজন তা সাধ্যমত করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মো. মুছা, মনছপ আলী, শাহজালাল, মাওলানা মো. ইউনুস, আবুল মনসুর, মাওলানা মো. আব্বাস উদ্দিন আনোয়ারী, ফসিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top