পড়া হয়েছে: 226
চাটগাঁ নিউজ ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সহায়তার অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) প্রতিনিধি দল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
জানা গেছে, ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য ১৫শ’ মিলিয়ন ডলার দেবে এডিবি। এর প্রথম অংশ ৫০০ মিলিয়ন ইউএস ডলার আসবে আগামী বছর মার্চ মাসে।
বাংলাদেশের জ্বালানি খাতে সংস্কারের জন্য এডিবির কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চাওয়া হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে।
চাটগাঁ নিউজ/এআইকে







