ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুর : আটক ৫ জনকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ডিসি হিল পার্কে পহেলা বৈশাখ উদযাপন মঞ্চে ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ সোমবার (১৪ এপ্রিল) তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

মুক্তিপ্রাপ্তরা হলেন- মো. আলমগীর (৪২), মো. নিজাম উদ্দিন (৪২), মো. রফিকুল ইসলাম (৫৩), মো. শাহ আলম (৬৫) ও মো. ফারুক (৪২)।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, ডিসি হিল মঞ্চ ভাঙচুর, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় আটককৃতরা নিজেদের বিএনপি সমর্থক হিসেবে পরিচয় দিয়েছে। আটকের পর তাদের মুক্তি নিশ্চিত করার জন্য রাতে বিএনপির কতিপয় নেতা-কর্মী থানায়ও গিয়েছিল।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি, তাই আমরা জিডি (জেনারেল ডায়েরি) মূলে তাদের মুক্তি দিয়েছি। তবে পুলিশ আইনে সন্দেহের ভিত্তিতে আটক করা হলে সাধারণত সিএমপি অধ্যাদেশের ৮৮ ধারার অধীনে আটককৃতকে আদালতে পাঠানোর নিয়ম আছে।

জানা গেছে, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ কর্তৃক নগরীর ডিসি হিল পার্কে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বিএনপি সমর্থিত সাংস্কৃতিক দল জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) এবং তাদের সমমনা সংগঠনগুলি বিরোধিতা করে আসছিল।

এদিকে, ডিসি হিলে নববর্ষ মঞ্চে ভাংচুর, ব্যানার ,ফেস্টুন ছিঁড়ে ফেলার প্রতিবাদে আজ সকালে সিআরবি শিরিষতলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক জোটের চট্টগ্রাম জেলা শাখা। মানববন্ধনে ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top