ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলা, পার্ক ৩ দিনের জন্য বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। এতে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, পার্কে হামলা ও সংঘর্ষের ঘটনার পর সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজের কথা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ঘোষণায় আজ শুক্রবার সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ রাখার পাশাপাশি মাসব্যাপী ফুল উৎসবের জন্য বসানো ৪৭টি অস্থায়ী দোকান ও ছয়টি স্থায়ী দোকান সরিয়ে নিতে বলা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বন্দর থেকে একটি প্রাইম মুভার পণ্য নিয়ে বিএম ডিপোতে যাচ্ছিল। পথে ডিসি পার্ক এলাকায় গাড়িটি থামানো নিয়ে বিতণ্ডার জেরে চালক সমীরণ কান্তি দাসকে গালমন্দ ও টেনেহিঁচড়ে পার্কের ভেতরে নিয়ে যান প্রতিষ্ঠানটির পার্কিংয়ের ইজারাদার মাসুদ। এ সময় অন্য চালক ও শ্রমিকেরা সমীরণকে উদ্ধারে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

মামলার বাদী আবুল খায়ের জানান, প্রশাসনের সঙ্গে বৈঠক করে তাঁরা ডিসি পার্ক বন্ধ রাখা এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তারা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন। তবে হামলার ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. আলাউদ্দিন বলেন, ডিসি পার্কের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য পার্কটি আজ শুক্রবার থেকে আগামী তিন দিন বন্ধ রাখা হবে। পার্কের ভেতরে বসানো অস্থায়ী সব দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য দর্শনার্থীদের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top