চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য এক প্রতীক্ষিত সুসংবাদ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। আবারও বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছে দেশটি। তবে দালাল থেকে সতর্ক করতে গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোর অনুরোধও করা হয়েছে।
দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার পর এই অগ্রগতি বাংলাদেশ-ইউএই সম্পর্কের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষত ভিজিট ভিসা, দক্ষ কর্মসংস্থান ভিসা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য দলীয় (বাল্ক) ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। তবে প্রশ্ন এসেছে এ ভিসা কাদের জন্য? সবাই কি পারবে ভিসা ইস্যু করতে?
এক কথায় উত্তর হচ্ছে ‘না’। আপনাকে আরব আমিরাতের ভিসা পেতে হলে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। কারণ তারা যে সেক্টরগুলোর জন্য ভিসা ইস্যু করতে যাচ্ছে সেগুলোতে আপনাকে দক্ষতার পাশাপাশি শিক্ষিত হতে হবে। প্রাথমিকভাবে হোটেল কর্মী, মার্কেটিং ম্যানেজার ও নিরাপত্তারক্ষী এই সেক্টরগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে সেদেশের শ্রম বাজারে।
UAE-র বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহমুদি সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। তবে ধীরে ধীরে সকল নিষেধাজ্ঞা শিথিল করে আরও ভিসা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহমুদি।
বিস্তারিত ভিডিওতে…………………………………………..
চাটগাঁ নিউজ/জেএইচ