‘ডিজিএফআই’ পরিচয়ে ডাকাতির চেষ্টা, খুলশীতে ধরা ১১ জন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ১১ ডাকাত।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করতে সমর্থ হয় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি মাইক্রোবাস নিয়ে ১৩ জনের ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের একটি ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেয়।

এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে।ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না।

পরে ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১১ জনকে আটক করে। বাকি ২ জন পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিএমপির উপ- পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ। তিনি বলেন, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top