চাটগাঁ নিউজ ডেস্কঃ ডামি প্রার্থীর পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে কাজির দেউড়ি মোড়ে লিফলেট বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।
এই সময় গনমাধ্যম কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ডামি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীর পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে সরকার। নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা।’
তিনি আরো বলেন, সরকার ডামি পর্যবেক্ষক দিয়ে নির্বাচনকে বৈধতা দিতে চাইলেও জনগণ নির্বাচন প্রত্যখ্যান করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও কারচুপির আশ্রয় নিয়েছে সরকার। এ ডামি নির্বাচনে ডামি পর্যবেক্ষক দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈধতা দেওয়ার সাফাই গাইলেও জনগণ নির্বাচন প্রত্যখ্যান করেছে।’
শাহাদাত হোসেন বলেন, ‘জনগণ বিশ্বাস করে একদলীয় বাকশালী সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এখানে যেটা হয়েছে, সেটা ভোট ডাকাতি আর ভোট নিয়ন্ত্রণ। চট্টগ্রামে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি কিন্তু সেটাকে ৪০ শতাংশ দেখানো হয়েছে।’
আওয়ামী লীগ রাস্তায় ভিক্ষা করা মানুষকে গোসল করিয়ে বিদেশি পর্যবেক্ষক সাজিয়ে নিয়ে এসেছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, “ওইদেশ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি। রাস্তায় ভিক্ষা করা মানুষকে গোসল করিয়ে বিদেশি পর্যবেক্ষক সাজিয়ে নিয়ে এসেছে সরকার।”
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দীন, নগর সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন ও আবদুল মান্নানসহ আরও অনেকে।
চাটগাঁ নিউজ/এসবিএন