ডাবল মার্ডার: দুই আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে গুলি করে ডাবল মার্ডারের ঘটনায় গ্রেফতার বেলাল ও মানিক প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ আদালতে দুই আসামিকে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে অভিযান ‍চালিয়ে বহদ্দারহাট খাজা রোডের বাদামতল এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। তবে রিমান্ড শুনানি না করে পরবর্তী তারিখ দিয়েছেন আদালত।

২৯ মার্চ দিনগত রাতে বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেট কারকে ধাওয়া করে গুলি করে সন্ত্রাসীরা। এতে প্রাইভেট কারে থাকা বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় গুলিবিদ্ধ হয় আরও দুইজন।

পুলিশের তথ্য মতে, গ্রেপ্তার বেলাল ডাবল মার্ডার মিশনে সরাসরি অংশ নিয়েছে। মানিক মিশনে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহকারী ও পরিকল্পনাকারী।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top