ডাকাতের কবলে লাশবাহী গাড়ি, নারীসহ আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় নারীসহ আহত হয়েছেন ৯ জন। এ সময় ডাকাতরা লাশের গায়েও আঘাত করেছে বলে জানায়  ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ডাকাতরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (২২ মে) রাতে মারা যান। রাতে লাশবাহী অ্যাম্বুল্যান্সে তার লাশ বাড়িতে আনা হচ্ছিল। তিলপাড়া এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা নারীসহ ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের কাছে থাকা ১০টি মুঠোফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, লাশের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

নিহতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ডাকাতরা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে তারা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, ডাকাতরা কী কী নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। এছাড়া এলাকাটিতে আগেও ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top