চাটগাঁ নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট হাতিয়ে নিয়েছে শিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দি কিং অব চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মোনামের শোক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তারা কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তারা মেনাফেকের দল। ২০০৮ সালে বিএপি নির্বাচনে যেতে চায়নি। তাদের কথায় নির্বাচনে গেছে বিএনপি। যার ফলে বিএনপি জামায়াতের অনেক লোকের প্রাণ গেল।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের (জামাত-শিবির) সম্পর্ক এখনও আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামায়াতকে ভোট দিতে হবে।
আব্বাস বলেন, দেশে একটি দল বিএনপি। যার হাতে দেশের সার্বভৌমত্ব স্বাধীন ও জানমাল নিরাপদ। কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, বিএনপি ও জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্মে করছে। কিন্তু সব দোষ পড়ছে বিএনপির ওপর। বিএনপির ছেলেরা কিছুই বুঝে না, বুঝে কিন্তু লোভ সামাল দিতে পারে না। তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে। বিএনপিতে চাঁদাবাজের কোনো স্থান নেই। যারা করছে তারা বিএনপির লোক না।
এতে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান ছেলে সাইদ আল নোমান, সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন ও সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারসহ নেতাকর্মীরা।
চাটগাঁ নিউজ/এসএ