চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সপ্তম চাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ। শিক্ষার্থীরা একদিকে চাকসু নির্বাচন নিয়ে যেমন উৎসাহী হয়েছেন তেমনি প্রার্থী বাছাইয়ে হয়ে উঠেছেন সচেতন। তাইতো সম্ভাব্য প্রার্থীদের ঘিরে চলছে নানা আলোচনা, মতবিনিময় ও প্রস্তুতি। উৎসবের আমেজে প্রার্থীরাও কিনছেন মনোনয়ন ফরম।
এদিকে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে ২৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে সংগৃহীত ২৮টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জন্য ২৬টি এবং হল সংসদের জন্য দুইটি বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সহসভাপতি (ভিপি) পদের জন্য। এ পদের জন্য ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা খুব আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আজ সপ্তাহের প্রথম দিন হওয়ায় আমরা ভেবেছিলাম উপস্থিতি কিছুটা কম হতে পারে। কিন্তু আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আশা করছি, আগামীকাল থেকে মনোনয়ন সংগ্রহের হার আরও বাড়বে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পরদিন ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর কেবল মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
এদিকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকটি প্যানেল। যে প্যানেলগুলোর সিংহভাগই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত। তবে নির্বাচনে একক, স্বতন্ত্র এবং সমন্বিত প্যানেল গঠনের তোড়জোড়ও চলছে।
প্যানেল পরিচিতি
জাতীয়তাবাদী ছাত্রদল : আলোচনায় রয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জালাল সিদ্দিকী, নুজহাত জাহান এবং শ্রুতি রাজ চৌধুরী। বিশেষ করে জুলাই আন্দোলনে আব্দুল্লাহ আল নোমানের ভূমিকা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচিত। শহীদ ওয়াসিমের মৃত্যুতে তার আবেগঘন কান্না অনেককে নাড়া দিয়েছে। তবে এখনও ছাত্রদল জানায়নি কে কোন পদে লড়বেন।
ইসলামী ছাত্রশিবির : সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়া ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ এদের জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সংগঠনটি এখনো ঠিক করেনি কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের পরিকল্পনা করছেন। যেখানে নারী, উপজাতি, ভিন্নধর্মাবলম্বী ও আহত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকবে।
স্বতন্ত্র প্যানেল : জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করা কিছু শিক্ষার্থী ও ক্যাম্পাসের সামাজিক-সাংস্কৃতিক অ্যাক্টিভিস্টদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল গঠিত হচ্ছে। ভিপি পদে মাহফুজুর রহমান ও জিএস পদে রশিদ দিনার প্রার্থী হতে পারেন। প্যানেলটি ঘোষণা করা হবে ১৭ সেপ্টেম্বর। এতে ৮ জন নারী শিক্ষার্থীসহ কিছু নতুন মুখ থাকতে পারে। এছাড়া চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আজহার (ভিপি) এবং সহ-সভাপতি আহমেদ জুনায়েদ (জিএস) পদে লড়তে পারেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদ : জুলাই আন্দোলনের পর গঠিত এই সংগঠনের চবি শাখার আহ্বায়ক মুনতাসির মাহমুদ ভিপি পদে নির্বাচন করতে পারেন। সদস্য সচিব আল-মাসনুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার নাফিজও আলোচনায় রয়েছেন।
ছাত্র অধিকার পরিষদ : ‘চাকসু ফর রেপিড চেঞ্জ’ নামের একক প্যানেলে নির্বাচন করবে ছাত্র অধিকার পরিষদ। প্যানেলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে ১৬ সেপ্টেম্বর। ভিপি ও জিএস পদে লড়বেন এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনায় রয়েছেন আহ্বায়ক তামজিদ উদ্দিন, সচিব রোমান রহমান ও যুগ্ম সদস্য সচিব মো. সবুজ। প্রয়োজনে তারা জোটে যেতে পারে এবং শীর্ষ দুই পদে ছাড় দিতে প্রস্তুত।
ইসলামী ছাত্র আন্দোলন : ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে একক প্যানেলে নির্বাচন করবে ইসলামী ছাত্র আন্দোলন। ভিপি পদে আবদুর রহমান রবিন, জিএস পদে আবদুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে রাকিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাম সংগঠনগুলোর জোট : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একসাথে নির্বাচন করছে। রোববার তারা প্যানেল ঘোষণা করবে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঋজু লক্ষী অবরোধ, জিএস পদে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ এবং এজিএস পদে দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির।
চাটগাঁ নিউজ/জেএইচ