‘ট্রেন দুর্ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে’

চাটগাঁ নিউজ ডেস্কঃ কুমিল্লার লাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

শনিবার (২৩ মার্চ) কুমিল্লার লাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

এর আগে ১৭ মার্চ (রবিবার) চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ গরমে রেললাইন বেঁকে যাওয়ার দাবি করেন। কিন্তু পুলিশের দাবি রেললাইনের বিয়ারিং খুলে নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলপথ। কিন্তু বারবার এ রেলকে ঘিরে নাশকতা চালানো হচ্ছে। যার ফলে রেল সেক্টরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কুমিল্লার লাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন নাহার, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, ডিজি সর্দার শাহাদাত হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম নাজমুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top