পড়া হয়েছে: ৬১
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় ট্রেনে কাঁটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে চান্দগাঁও থানার কক্সবাজার রেলপথে এই যুবকের মৃত্যু হয়। ওই যুবক হলেন মিজানুর রহমান (৪০)।
এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন চাটগাঁ নিউজকে জানান, “কক্সবাজার থেকে আসা পাইলটিং ইঞ্জিনে কাটা পড়ে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় তিনি ইঞ্জিন আসার ট্রেন লাইনে হাটছিলেন। পরে ট্রেন কাটা পরে ঘটানাস্থলে মারা যায়”।
জানা যায়, মিজানুর রহমান বাহির সিগনাল এলাকার সুলতানুর রহমানে ছেলে। তিনি ভোলা এলাকার স্থায়ী বাসিন্দা। পেশায় তিনি রাজমিস্ত্রি।
চাটগাঁ নিউজ/এসবিএন